ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির সম্মানিত পরিচালক ও দেশের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের কর্ণধার গুলজার আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২১তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গুলজার আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষ করে তিনি তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আপন জুয়েলার্সের হাল ধরেন। আপন পরিবার তাদের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার বিভিন্ন স্থানে ৯টি জুয়েলারি শোরুম স্থাপন করেছে। দেশের বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব আহমেদ তার ৪৪ বছরের বর্ণাঢ্য ব্যবসায়িক জীবনে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে সাফল্যের শীর্ষে আরোহণ করেছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত