ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

উদ্দেশ্য মহৎ হলে লক্ষ্য অর্জন সম্ভব : বিউবো চেয়ারম্যান

উদ্দেশ্য মহৎ হলে লক্ষ্য অর্জন সম্ভব : বিউবো চেয়ারম্যান

সংগঠন এগিয়ে যাওয়ার পূর্বশর্ত হলো মহৎ উদ্দেশে অবিচল থাকা। কোনো পরিস্থিতিই যেন সংগঠনকে বিভ্রান্ত না করে। তবেই একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হয়। মোটকথা, উদ্দেশ মহৎ হলেই কেবল লক্ষ্য অর্জন সম্ভব।

গতকাল সোমবার বিদ্যুৎ ভবনের ?মুক্তি হলে আয়োজিত ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম। তিনি বলেন, একটি সংগঠন একটি প্রতিষ্ঠানের ধারক ও বাহকের ভূমিকা পালন করে। ব্যক্তিগত উন্নয়ন এবং জ্ঞান ও গরিমা সংগঠনকে তরান্বিত করে। ব্যক্তিগত স্বার্থ সেটাকে আবার পিছিয়ে দেয়। তবে অন্যের সঙ্গে সুস্থ প্রক্রিয়ায় অগ্রগামী থাকার মনোভাব সংগঠনকে আইকনিক হিসেবে গড়ে তোলে। বিউবো চেয়ারম্যান আরও বলেন, আমরা যে অবস্থায় বিউবোতে যোগদান করেছি, বর্তমানে বিউবো তার চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আরও ভালো অবস্থানে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর নবযাত্রাকে বিউবো চেয়ারম্যান স্বাগতম ও শুভকামনা জানান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত