ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এক সপ্তাহে নৌ-পুলিশের অভিযানে আটক ২৫৩

এক সপ্তাহে নৌ-পুলিশের অভিযানে আটক ২৫৩

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ-পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ-পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,৬৯,২৩,৫২৭ মিটার অবৈধ জাল, ৪,৬৩৪ কেজি মাছ ১,২০০ পিস বাগদা রেণুর পোনা, ৩০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২৪৭টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। নৌ-পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ২টি ড্রেজার জব্দ করা হয়। ৭ দিনব্যাপী এই অভিযানে ২৫৩ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৩৫টি মৎস্য আইন, ৭টি বেপরোয়া গতি আইন, ৭টি অপমৃত্যু, ৫টি বালুমহাল, ২টি চুরি, ১টি জুয়া আইন, ১টি মাদক আইন, ১টি চাঁদাবাজি এবং ৩টি হত্যা মামলাসহ মোট ৬২টি মামলা দায়ের করা হয় এবং ৮টি লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত