
গতকাল শনিবার, কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৬’। অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবছর সফলভাবে তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি টানা সপ্তমবার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এটি তাদের ধারাবাহিক সাফল্য ও পরিকল্পিত বাস্তবায়নের প্রতিফলন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি