ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

এশিয়ার শেয়ারবাজারে ধস

এশিয়ার শেয়ারবাজারে ধস

ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার আগামী দুই সপ্তাহের মধ্যে অংশীদারদের ওপর একতরফা শুল্ক আরোপ করার কথা বলার পর এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। যা পরাশক্তিগুলোর মধ্যে উত্তেজনা কমাতে চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরপরই ট্রাম্পের এই মন্তব্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকে পুনরুজ্জীবিত করেছে। হংকং থেকে এএফপি এ খবর জানায়। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে পরমাণু আলোচনা ভেস্তে যাওয়া ও আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার কথা বলার পর ভূ-রাজনৈতিক উদ্বেগের কারণেও পরিস্থিতির অবনতি ঘটেছে। ‘লন্ডনে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে শুল্ক কমানোর লক্ষ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি নিয়ে আলোচনার পর বিশ্ববাজারে যে ঊর্ধ্বমুখী ধারা তৈরি হয়েছিল, ট্রাম্পের হুমকির কারণে সেই গতি থেমে যায় এবং শেয়ারবাজারে পতন নেমে আসে। ২ এপ্রিল ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপের পর থেকে বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, যা শেয়ার ও বন্ড বাজারে ধাক্কা দিয়েছে এবং বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা জাগিয়ে তুলেছে। কয়েকদিন পর তিনি ৯ জুলাই পর্যন্ত দেশগুলোকে হোয়াইট হাউসের সঙ্গে চুক্তি বাতিল করার অনুমতি দেওয়ার জন্য এই পদক্ষেপগুলোতে ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেন। যার ফলে স্বস্তির মিছিল শুরু হয় যা কিছু বাজারকে সর্বকালের সর্বোচ্চ উচ্চতার দিকে নিয়ে যায়। যাইহোক, গত বুধবার তিনি আবারও আত্ম বিশ্বাসকে নাড়া দিয়ে বলেছেন, তিনি সরকারগুলোকে চিঠি পাঠাতে চান যাতে ওয়াশিংটন কী কী শুল্ক আরোপ করবে তা জানানো হয়।

তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা প্রায় দেড় সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে দেশগুলোকে চিঠি পাঠাতে যাচ্ছি, তাদের জানাবো যে চুক্তিটি কী। একটি নির্দিষ্ট সময়ে আমরা কেবল চিঠি পাঠাতে যাচ্ছি। আমি মনে করি আপনি বুঝতে পেরেছেন যে, এটি চুক্তি বলে, আপনি এটি গ্রহণ করতে পারেন বা ছেড়ে দিতে পারেন। যদিও কিছু বিশ্লেষক ইঙ্গিত দিয়েছেন, পূর্ববর্তী হুমকিগুলো পিছিয়ে দেওয়া হয়েছে, মন্তব্যগুলো ট্রাম্পের নীতি সম্পর্কে চলমান অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তোলে, আকাশচুম্বী শুল্ক এবং অর্থনীতির ওপর প্রভাব সম্পর্কে ভয় পুনরুজ্জীবিত করে। লন্ডন চুক্তির কথা ঘোষণা করার কিছুক্ষণ পরেই তারা এসেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ‘প্রেসিডেন্ট শি জিনপিং ও আমি আমেরিকান বাণিজ্যের জন্য চীনকে উন্মুক্ত করার জন্য ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করব।’

এটি গ্লোবাল মার্কেটস অস্ট্রেলিয়ার প্রধান বিশ্লেষক নিক টুইডেল বলেছেন, অনিশ্চয়তা কখনও সহায়ক হয় না। রাতারাতি দেওয়া তার সামগ্রিক মন্তব্যগুলো আমাদের প্রত্যাশিত স্বচ্ছতা না এনে বরং আরও ধোঁয়াশা তৈরি করেছে। গতকাল বৃহস্পতিবার টোকিও, হংকং, সাংহাই, ওয়েলিংটন, তাইপেই ও জাকার্তা সবখানেই সূচক নিম্নমুখী ছিল, যদিও সিডনি, সিঙ্গাপুর ও সিউল কিছুটা লাভের মুখ দেখেছে। ওয়াল স্ট্রিটেও সূচক পড়ে গেছে। বাণিজ্য সংশয় নতুন করে মাথাচাড়া দেয়, যদিও কম প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার দেখে অনেকে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা দেখছেন। তেলের দাম সামান্য কমেছে, তবে বুধবারের ৪-৫ শতাংশ বৃদ্ধির বেশিরভাগই ধরে রেখেছে। ওই বৃদ্ধির পেছনে ছিল ট্রাম্পের ঘোষণা। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকির কারণে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইরান হুমকি দিয়েছে, যদি সংঘাত শুরু হয়, তবে তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করবে। ট্রাম্প বলেছেন, ওই অঞ্চল বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই আমরা কর্মীদের সেখান থেকে সরিয়ে নিচ্ছি। আমরা সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। দেখা যাক কী হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত