জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদ সর্বসম্মতিক্রমে এ ঘোষণা দেয়।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় নির্বিচারে গ্রেফতার, গুম ও বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেন টুর্ক। তার কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে নির্বিচারে গ্রেফতার, গুম এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড বেড়েছে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার পার্লামেন্ট তুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।
এর আগে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার টুর্ক জেনেভায় ভেনেজুয়েলার বিরুদ্ধে গত এক বছরে নির্বিচারে আটক, যথাযথ বিচার প্রক্রিয়া লঙ্ঘন ও গুমের অভিযোগ তোলেন। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তার এ অভিযোগ প্রত্যাখ্যান করে।
এমনকি ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় টুর্কের প্রতিবেদনকে ‘আগ্রাসন’ বলে অভিহিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
আবা/এসআর/২৫