ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বাজারে সনি ওয়্যারলেস নয়েজ-ক্যান্সেলিং হেডফোন

বাজারে সনি ওয়্যারলেস নয়েজ-ক্যান্সেলিং হেডফোন

বাংলাদেশের বাজারে ‘সনি ওয়্যারলেস নয়েজ-ক্যান্সেলিং হেডফোন _WH-1000XM6 গ্র্যান্ড লঞ্চ এবং প্রি-বুকিং’ আনুষ্ঠানিক ঘোষণা করল সনি-র‍্যাংগস ও গ্যাজেট গিয়ার। Rangs Electronics Limited, ÔSONY-RANGS’ নামে বহুলভাবে পরিচিত, এবং র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর অনুমোদিত ব্যবসায়িক অংশীদার ‘গ্যাজেট গিয়ার’ যৌথভাবে, এএনজেড হক এগারো স্কয়ার, প্লট ০১, ব্লক এইচ, গ্রাউন্ড ফ্লোর, রোড ১১, বনানী, ঢাকা -এ লেটেস্ট Sony ওয়্যারলেস নয়েজ-ক্যান্সেলিং হেডফোন _WH-1000XM6 গ্র্যান্ড লঞ্চ এবং প্রি-বুকিং, আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত