
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত সোমবার হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও মুহাম্মদ সাঈদ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরা, ১৬টি জোনের জোনপ্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপকরা এবং ২৭১টি উপশাখার ইনচার্জরা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি