
‘আমরা জ্বালানির ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি নির্ভর, যা পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদেরকে এই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিতে হবে। ডেসকো আওতাধীন সব মসজিদ মাদ্রাসার ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য’ প্রধান অতিথির বক্তব্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপি) জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম এ কথা বলেন।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কর্তৃক গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি কনভেনশন হলে ঢাকার উত্তরাংশে ডেসকোর ভৌগলিক এলাকার সব মসজিদের ইমাম/মুয়াজ্জিন ও মসজিদ কমিটির প্রতিনিধিদের সঙ্গে ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার’ সংক্রান্ত মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সচিব সমাজের গণ্যমান্য, জ্ঞানী গুণী মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এখানে আপনাদের ৫০০ মানুষকে জানানো মানে আপনার মাধ্যমে বিভিন্ন এলাকায় ৫০০ হাজার মানুষের কাছে পৌঁছানো’। আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ।