ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইস্টার্ন ব্যাংকের নতুন কো-ব্র্যান্ড কার্ড

ইস্টার্ন ব্যাংকের নতুন কো-ব্র্যান্ড কার্ড

বাংলাদেশের শীর্ষস্থাানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ এবং বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসার সহযোগিতায় ইস্টার্ন ব্যাংক (ইবিএল) দেশের প্রথম লাইফ স্টাইল ও ভ্রমণকেন্দ্রিক ক্রেডিট এবং ডেবিট কার্ডের উদ্বোধন করেছে। বর্তমান সময়ের ভ্রমণপিপাসুদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত এই কার্ডগুলো বিভিন্ন আকর্ষণীয় সুবিধা প্রদানের মাধ্যমে তাদের লাইফস্টাইল ও ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। কার্ডগুলোতে দেশ-বিদেশে ফ্লাইট, হোটেল, কেনাকাটা এবং লাইফ স্টাইল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ রয়েছে। ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন ‘ইবিএল ও শেয়ারট্রিপের সঙ্গে সহযোগিতায় এমন একটি কার্ড আনতে পেরে ভিসা গর্বিত, যা বাংলাদেশের গ্রাহকদের পরিবর্তনশীল ভ্রমণ ও জীবনধারার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইবিএলের সঙ্গে শেয়ারট্রিপ ভিসা কো-ব্র্যান্ড কার্ড চালুর মাধ্যমে ভ্যালু-ড্রিভেন, নিরাপদ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ডিজিটাল পেমেন্ট সমাধান প্রদানে আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত