
বগুড়ার শনম কমপ্লেক্স, শেরপুর রোড, বগুড়ায় ট্রাস্ট ব্যাংকের ১২০তম শাখা হিসেবে বগুড়া শাখা গত ৬ মে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মেজর জেনারেল এসএম আসাদুল হক প্রধান অতিথি হিসেবে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী বগুড়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি