
শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএসইসির ডমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল ক্যাবলস উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন গত ০৯ আগস্ট ইসিএল অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএসইসির চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম, বিএসইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ, ইসিএল পর্ষদ পরিচালক মো. শামসুর রহমান, মো. মফিজুর রহমান, বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান মো. মনিরুজ্জামান খান, জিইএমকোর ব্যবস্থাপনা পরিচালকসহ ইসিএল শ্রমিক-কর্মচারী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান ডিলারকে ইসিএল এর পণ্য বিপণনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি