
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) অনুষ্ঠিত হয়েছে। এসময় ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মো. আয়ুব আলী। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান উদ্যোক্তা উন্নয়ন ও এসএমই ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন কৌশল ও প্রযুক্তি প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি