
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১২.৫ একর জমি আনুষ্ঠানিকভাবে চায়না লেসো গ্রুপকে হস্তান্তর করেছে। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৯ সেপ্টেম্বর বেজা ও চায়না লেসো গ্রুপের মধ্যে জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রতিষ্ঠানটি প্রায় ৩২.৭৭২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে। এখানে পিভিসি পাইপ, পিইএক্স পাইপ, সৌর প্যানেল, স্যানিটারি সামগ্রী, কিচেন উপকরণ, ডোর-উইন্ডো, ওয়াটার পিউরিফায়ার, ওয়াটার-প্রুফিং ম্যাটেরিয়াল, ফায়ার-ফাইটিং সরঞ্জাম, কেবল, লাইটিং, পরিবেশ সুরক্ষা সামগ্রী, নির্মাণসামগ্রী উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
চায়না লেসো গ্রুপ বিশ্বব্যাপী এ খাতে পরিচিত একটি প্রতিষ্ঠান। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ৯৭৪ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার কর্মী রয়েছে। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে চায়না লেসো গ্রুপের উৎপাদন কেন্দ্র রয়েছে।