
কানাডা জানিয়েছে, দেশটিতে উৎপাদিত ক্যানোলার (একজাতীয় সরিষা বীজ) উপর চীন অস্থায়ী কর আরোপের সিদ্ধান্তে তারা ‘গভীরভাবে হতাশ’।
বেইজিং প্রাথমিক ভাবে জানিয়েছে অটোয়া তাদের বাজারে এই শস্যটি ডাম্পিং করছে। অটোয়া থেকে এএফপি এ সংবাদ জানায়। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও অটোয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে, যেখানে কৃষিজ পণ্য প্রায়ই ক্ষতির শিকার হচ্ছে। একটি তদন্তে প্রাথমিকভাবে ডাম্পিং করার ঘটনা জানার পর চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবারের আগে বলেছিলো যে তারা বৃহস্পতিবার থেকে কানাডিয়ান ক্যানোলা আমদানির উপর ৭৫.৮ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ শুরু করবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে পদক্ষেপগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই শুল্ক “আমানত” আকারে প্রদান করতে হবে।
চীনের এ ঘোষণার প্রতিক্রিয়াস্বরূপ কানাডা জানিয়েছে তারা ‘চীনের সিদ্ধান্তে গভীরভাবে হতাশ।’ কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মানিন্দর সিধু এবং কৃষিমন্ত্রী হিথ ম্যাকডোনাল্ড এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা ক্যানোলা ডাম্পিং করি না। আমাদের পরিশ্রমী কৃষকরা কানাডিয়ান ও আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের বিশ্বমানের খাদ্য সরবরাহ করেন। তারা আরও বলেন, ‘আমরা আমাদের নিজ নিজ বাণিজ্য উদ্বেগ সমাধানে চীনা কর্মকর্তাদের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত।’