
ন্যাশনাল ব্যাংক পিএলসির উদ্যোগে গত বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আঞ্চলিক ব্যবসা সভা। চট্টগ্রামের অ্যামব্রোসিয়া রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক এএসএম হেলাল উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌহিদুল করিমসহ চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপকরা, কর্পোরেট শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার এবং উপশাখার ব্যবস্থাপকরা।
সভায় চট্টগ্রাম অঞ্চলের কর্পোরেট শাখা এবং অন্যান্য শাখাসমূহের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়। প্রধান অতিথি আদিল চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘অনাদায়ী ঋণ আদায় এবং নতুন আমানত সংগ্রহের উপর গুরুত্ব দিতে হবে।’ তিনি আরও বলেন ‘শাখা পর্যায়ে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণে সতর্কতা, অনাদায়ী ঋণ কমানো এবং আমানত বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি