
বিশ্বজুড়ে তরুণ উদ্ভাবক ও ব্যবসায়ীদের অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম ‘ফোর্বস’ তাদের ১৫তম বার্ষিক ‘৩০ অনূর্ধ্ব ৩০ ক্লাস অফ ২০২৬’ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬০০ তরুণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা ৩০ বছর বয়সের মধ্যে নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছেন এবং আগামী দিনের ব্যবসা ও সমাজকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়। ফোর্বসের এই তালিকাটি মূলত উত্তর আমেরিকা অঞ্চলের তরুণদের নিয়ে তৈরি করা হয়।
এই বছরের তালিকায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভেঞ্চার ক্যাপিটাল, ফাইনান্স এবং সামাজিক প্রভাবের মতো বিভাগগুলো। তালিকায় স্থান পাওয়া ব্যক্তিরা নিজেদের কোম্পানির প্রতিষ্ঠাতা বা সহ-প্রতিষ্ঠাতা, যারা এরইমধ্যে সমাজে বড় ধরনের প্রভাব রেখেছেন।
উল্লেখযোগ্য বিভাগগুলোর মধ্যে রয়েছে-
কৃত্রিম বুদ্ধিমত্তা : এই ক্ষেত্রে নতুন মডেল, মেশিন লার্নিং এবং সাইবার নিরাপত্তা সমাধান নিয়ে কাজ করা তরুণরা স্থান পেয়েছেন।
মিডিয়া: পডকাস্ট, ডিজিটাল কন্টেন্ট তৈরি এবং নতুন ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা ব্যক্তিত্বরা এই তালিকায় রয়েছেন।
ফাইন্যান্স: ট্রেডিং, ভেঞ্চার ক্যাপিটাল এবং আর্থিক প্রযুক্তিতে উদ্ভাবন আনা তরুণরা জায়গা পেয়েছেন।
ম্যানুফ্যাকচারিং ও শিল্প : নতুন প্রযুক্তির মাধ্যমে শিল্পক্ষেত্রে পরিবর্তন আনা উদ্যোক্তারাও স্থান পেয়েছেন।
তালিকার কিছু উল্লেখযোগ্য নাম
২০২৬ সালের তালিকায় স্থান করে নেওয়া কিছু প্রতিভাবান ব্যক্তির মধ্যে আছেন: ক্রেয়া-এর সহ-প্রতিষ্ঠাতা ভিক্টর পেরেজ ও ডিয়েগো রদ্রিগেজ প্রাডো। মিডিয়া বিভাগে আরও আছেন কেনট্রেল বিচাম (এনজয় বাস্কেটবল-এর সহ-প্রতিষ্ঠাতা), লেখক বেল বান্টা, রিচ লিটল ব্রোকগার্লস-এর প্রতিষ্ঠাতা কিম্বারলি বিজু এবং ভিডিও প্রযোজক অড্রে ব্ল্যাকমোর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন ডেলভণ্ডএর সহ-প্রতিষ্ঠাতা করুণ কৌশিক এবং ফারসাইট-এর সহ-প্রতিষ্ঠাতা সমীর দত্ত ও কুনাল টাংরি। ফাইনান্স বিভাগে আছেন কোবাল্ট ল্যাবস-এর সহ-প্রতিষ্ঠাতা আশি আগ্রেওয়াল ও কল্যাণী রামাদুর্গম এবং সিটাডেল-এর ট্রেডার আর্কিন গুপ্ত। এছাড়াও বিউটি ক্রিয়েটর মনিকা রভিচন্দ্রন এই তালিকায় রয়েছেন।