
বিজেএমসি’র কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতাদি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং বিজেএমসি’র নিজস্ব অফিস ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান ‘করিম চেম্বার’ ভবন অর্থ মন্ত্রণালয়কে প্রদান না করে বিজেএমসি’র ‘অফিস কাম বাণিজ্যিক ভবন’ নির্মাণের অনুমতি প্রদানের জন্য বাপাশিকস ও সিবিএ’র পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবরে গত ১৮/১১/২০২৫ তারিখে আবেদন প্রেরণ করা হয়। কিন্তু অদ্যাবধি এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি বিধায় আমাদের নি¤েœাক্ত দাবিসমূহ আদায়ের লক্ষ্যে বিজেএমসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল রোববার সকাল ৯ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত বিজেএমসি’র প্রধান কার্যালয়ের (আদমজী কোর্ট, এনেক্স-১ ভবন) মেইন গেইটে একটি গেইট মিটিং অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি