
তরুণ, উদ্যমি ও দূরদর্শী ভবিষ্যৎ নেতৃত্বের চাহিদা বিবেচনা করে ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং বিভাগ ‘ইবিএল প্রায়োরিটি নেক্সট জেন’ নামে বিশেষায়িত একটি ব্যাংকিং সেগমেন্ট চালু করেছে।
গত রোববার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে নতুন ব্যাংকিং সেগমেন্টের উদ্বোধন করেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা যা কিছু তৈরি করেছি, আমাদের প্রতিটি মাইলফলক অর্জন সব কিছুর ভিত্তি হলো গ্রাহকদের বিশ্বাস, উৎকর্ষ সেবা এবং অটল প্রতিশ্রুতি। আমরা ভবিষ্যৎ নেতৃত্বের জীবনধারা, আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎমূখী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক অভিজ্ঞতা প্রদানে প্রয়োজনীয় উদ্ভাবন এবং সেবার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ’।
অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, ভিসা কান্ট্রি ম্যানেজার-বাংলাদেশ, ভুটান ও নেপাল, সাব্বির আহমেদ, ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগ প্রধান শারমিন আতিক, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরি হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি