
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তিনি একটি চুক্তিতে পৌঁছেছেন। এর ফলে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া চীনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি করার অনুমতি পাবে। ট্রাম্পের এই ঘোষণা উন্নত এআই চিপের জন্য মার্কিন রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এল। কারণ, জো বাইডেনের প্রশাসন জাতীয় নিরাপত্তার উদ্বেগ ও চীনের সামরিক উদ্দেশে ব্যবহারের আশঙ্কার বিষয়টি মাথায় রেখে এই চিপের রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা দ্রুত এই পরিবর্তনকে বিরাট এক ভুল বলে উল্লেখ করেছেন। এভাবে চিপ রপ্তানি চীনের সামরিক ও অর্থনীতিকে সাহায্য করবে বলে তারা মনে করেন। নিজের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি সি-কে জানিয়েছেন, ওয়াশিংটন এনভিডিয়াকে তাদের এইচ২০০ চিপ ‘শক্তিশালী জাতীয় নিরাপত্তা বজায় রাখার শর্তে চীনের অনুমোদিত গ্রাহকদের এবং অন্যান্য দেশে রপ্তানির অনুমতি দেবে’। ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট সি ইতিবাচক সাড়া দিয়েছেন। ২৫ শতাংশ অর্থ যুক্তরাষ্ট্রে দেওয়া হবে।’ তবে কীভাবে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া কাজ করবে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু লেখেননি। ট্রাম্প তার পূর্বসূরির পদ্ধতির সমালোচনা করে বলেছেন, এই সরকার ‘আমাদের মহান কোম্পানিগুলোকে শত শত কোটি ডলার খরচ করে এমন ‘নিম্নমানের’ পণ্য তৈরি করতে বাধ্য করেছিল যা কেউ চায়নি।