
দেশের প্রযুক্তি খাতের বিজনেস ইকো-সিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আবারও অনুষ্ঠিত হলো ওয়ালটন-ইন্টেল টেক গালা নাইট। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন কম্পিউটার যৌথভাবে বিজনেস পার্টনারদের নিয়ে এই বর্ণাঢ্য টেক গালা নাইটের আয়োজন করে। টেক গালা নাইটে ওয়ালটন ও ইন্টেল তাদের বর্তমানে বাজারে থাকা অত্যাধুনিক প্রযুক্তি পণ্যের পাশাপাশি বিভিন্ন আপকামিং প্রযুক্তি সমাধান বিজনেস পার্টনারদের সামনে উপস্থাপন করে। এ সময় পারফরম্যান্স, এন্টারপ্রাইজ ইউজ, স্মার্ট সল্যুশন এবং কাস্টমার এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়, যা উপস্থিত পার্টনারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। গত মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই টেক গালা নাইট অনুষ্ঠিত হয়। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এসএম মঞ্জুরুল আলম অভির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইন্টেলের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর এবং ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার বুন হাউ পোহ ইন্টেলের আপকামিং প্রযুক্তি, প্রসেসর ইনোভেশন ও এন্টারপ্রাইজ এবং গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার বিষয়ে পার্টনারদের ব্রিফ করেন। অনুষ্ঠানে দেশের প্রযুক্তি খাতে ওয়ালটনের ক্রমবর্ধমান সক্ষমতা, নিজস্ব উৎপাদনভিত্তিক উদ্ভাবন এবং বাজারের চাহিদা অনুযায়ী উন্নত প্রযুক্তিপণ্য নিয়ে একটি প্রাণবন্ত ও তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন এবং ২০২৬ সালে ওয়ালটন কম্পিউটার পণ্যের রোডম্যাপ তুলে ধরা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি