ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

এনবিআর চেয়ারম্যানের পিএ পরিচয়ে প্রতারণা

এনবিআর চেয়ারম্যানের পিএ পরিচয়ে প্রতারণা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানের দপ্তরের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছে। এমন বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এরইমধ্যে এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার এক সংবাদ বিবৃতিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, প্রতারকরা এনবিআর চেয়ারম্যান দপ্তরের ব্যক্তিগত সহকারী মো. কাউসারের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত