
গতকাল রোববার জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপি ব্যাংকের বগুড়া বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, ব্যাংকের ডিএমডি মো. আশরাফুল আলম এবং বিশিষ্ট সমাজকর্মী টিএমএস-এর নির্বাহী পরিচালক পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. জাহেদুর রহমান জাদু উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের অন্যান্য নির্বাহী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি