
চৌধুরী লিয়াকত আলী, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট (এসএফডি)-এর পরিচালক এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রথমবারের মতো ট্রাস্ট ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক মে. কামাল হোসেন সরকার এবং ঋণ ঝুঁকি ব্যাবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এ.বি.এম. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আবু রায়হান, যুগ্ম পরিচালক কামরুল হাসান এবং সহকারী পরিচালক মো. আবু নাইম আলোচনায় অংশ নেন। টেকসই অর্থায়ন ও পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘ট্রাস্ট ব্যাংক পিএলসি’ তাদের প্রথম বার্ষিক টেকসই প্রতিবেদন ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনসহ পরিবেশগত, সামাজিক এবং সুশাসনের (ইএসজি) এর মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি