ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

গতকাল রোববার টানা দুই বছর ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ রেমিটেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার কর্তৃক ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিটেন্স প্রেরণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সহজতর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। গত ১৮ ডিসেম্বর ২০২৫ ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এই পুরস্কার তুলে দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত