ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আকিজ রিসোর্স গ্রুপের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি

আকিজ রিসোর্স গ্রুপের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি

এনসিসি ব্যাংক আকিজ রিসোর্স গ্রুপের ছয়টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান- আকিজ এসেনশিয়ালস লিমিটেড, হাশেম রাইস মিলস লিমিটেড, আকিজ এগ্রো ফিড লিমিটেড, আকিজ ইস্পাত লিমিটেড, নবায়ন ট্রেডার্স লিমিটেড এবং আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মনোনীত সরবরাহকারীদের জন্য একটি সমন্বিত সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা চালু করা হবে। এই কৌশলগত সহযোগিতার আওতায়, সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠানের সুপারিশকৃত যোগ্য ও স্বনামধন্য সরবরাহকারীদের এনসিসি ব্যাংক অভ্যন্তরীণ নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা প্রদান করবে। ঢাকার মতিঝিলে অবস্থিত এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং আকিজ এগ্রো ফিড লিমিটেডের পরিচালক মো. রুহুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত