ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মাসরুর আরেফিনই এবিবির নেতৃত্বে

মাসরুর আরেফিনই এবিবির নেতৃত্বে

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন আগামী দুবছরের জন্য এ পদে নির্বাচিত হয়েছেন। সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের নেতৃত্বে এবিবির নতুন কমিটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

সম্প্রতি এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নতুন নেতৃত্ব নির্বাচন হয়। তারা ২০২৬-২৭ মেয়াদে সংগঠনের দায়িত্ব সামলাবেন বলে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুন মাসের মাঝামাঝি সময়ে এবিবির তখনকার চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।

তখন মাসরুর আরেফিনকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব দিয়ে বলা হয়, তিনি এজিএম পর্যন্ত এ দায়িত্ব সামলাবেন। এজিএমে তিনিই নির্বাচিত হওয়ায় এবার দুই বছরের জন্য চেয়ারম্যানের ভার পেলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত