
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মনেরবন্ধু যৌথভাবে বাংলাদেশের দূরবর্তী ও সুবিধাবঞ্চিত গ্রামীণ অঞ্চলের ১০টি বিদ্যালয়ের মোট ৫,০০০ শিক্ষার্থীর জন্য একটি সমন্বিত মানসিক স্বাস্থ্য ও জীবনদক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন মনেরবন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাওহিদা শিরোপার কাছে কর্মসূচির জন্য একটি চেক হস্তান্তর করেন। এই উদ্যোগের লক্ষ্য হলো কিশোর-কিশোরীদের মানসিক চাপ, বিদ্যালয় থেকে ঝড়েপড়া, বাল্যবিবাহ, এবিউজ এবং ভবিষ্যৎ সুযোগের সীমাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। স্কুলভিত্তিক সমন্বিত এই কর্মসূচি শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং সম্মানজনক জীবিকার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় জীবনদক্ষতা অর্জনে সহায়ক হবে। কর্মসূচির অধীনে পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সহায়তা, শিশু রক্ষায় সচেতনতা, জীবনদক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণের সমন্বয় সাধন করা হবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, বিদ্যালয়ে টিকে থাকার প্রবণতা, ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য তাদের উপযুক্ত করে গড়ে তুলতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি