ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্রপ্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্রপ্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় কমলেও ডিএস-৩০ সূচক বেড়েছে।

ডিএসই সূত্র জানায়, গতকাল ডিএসইতে ১ লাখ ২৯ হাজার ৪৯৫টি ট্রেডের মাধ্যমে ৩৯০টি কোম্পানির মোট ১১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

এতে দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ৮০ লাখ ১৭ হাজার ১৪৪ টাকা। লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৮ দশমিক ৯৯ পয়েন্টে।

অন্যদিকে ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২ দশমিক ৭১২ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত