ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার

নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন যে গত প্রায় ১৩ বছর ধরে সরকারি কর্মচারীদের দাবি ছিল একটা পে কমিশন করার। সাধারণত পাঁচ বছর পর পর এটা করার কথা। সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে। এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখনও হয় নাই। অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র ১৫ দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছি না।’ তিনি আরও বলেন, ‘একটা কমিটি গঠন করা হয়েছে, এটা পরীক্ষার জন্য। এটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে, এদের সুপারিশ পরীক্ষা করার জন্য।’ ‘কমিটি করা হয়েছে এবং কমিটি যাচাই-বাছাই করবে, কমিটিই সুপারিশ করবে,’ যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ফাওজুল বলেন, ‘পরবর্তী সরকার তো যেকোনো কিছু করতে পারে। আমরা যে রকম এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতাপ্রাপ্ত।’ পে-স্কেল বাস্তবায়ন করতে এক লাখ ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে, কিন্তু আয় কোত্থেকে আসবে সে ব্যাপারে জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘যেটা আপনারা বলছেন, সেটা হচ্ছে সর্বোচ্চ ব্যয়, যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়। এটা একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে, যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়।’ ‘আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিলাম, আমরা জানি যে, এ ধরনের পে কমিশন এক ধাপে বাস্তবায়িত হয় না। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। সুতরাং এসব প্রশ্নগুলো যে কমিটি করা হয়েছে, সে কমিটি দেখবে। আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা রাখবে এবং এটা সম্ভবত পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে,’ যোগ করেন তিনি।

এটি পরবর্তী সরকারের জন্য চাপ হবে কি না জানতে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এটা চাপ হবে না। আপনার একটা জিনিস বুঝতে হবে, আমরা তো একটা সীমিত সময়ের সরকার। সে জন্য আমরা কিন্তু এখন অনেক কাজ করছি যাতে আগামী সরকার উপকৃত হয়। আমি যদি জ্বালানি খাতের কথা বলি, আমরা একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করেছি। আমরা জানি যে এটা বাস্তবায়ন করতে পারব না, সময় নাই। কিন্তু আমি যখন আসি, তখন তো আমরা এ রকম কিছু পাই নাই। তারপর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করেছি। সরকার শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না, আমরা ভবিষ্যতের জন্য কাজ করেছি।’ ‘এই পে কমিশনের জন্য আপনারা জানেন যে, সরকারি কর্মচারীদের মধ্যে বিক্ষোভ হয়েছিল। আমরা চাচ্ছি নতুন যে সরকার আসবে, তাদের যাত্রাপথ যাতে স্মুথ হয়। যেই আসুক না কেন,’ বলেন তিনি।

এতে জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তো এটা বাস্তবায়ন করছি না। এটা পরিষ্কার। আমরা তো কোনো সিদ্ধান্ত নেই নাই। রিপোর্টটা শুধু গ্রহণ করা হয়েছে এবং সুপারিশগুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র করা হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত