ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতের

রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতের

ভারত ও রাশিয়া তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত সোমবার রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঐতিহাসিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় রাষ্ট্রদূত জানান, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সফল আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের সরকারি কর্মকর্তারা এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির মূল উদ্দেশ হলো আগামী পাঁচ বছরের মধ্যে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা। রাষ্ট্রদূত বিনয় কুমার তার সাক্ষাৎকারে উল্লেখ করেন, প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রস্তাবিত এই চুক্তিতে পূর্ণ সম্মতি দিয়েছেন এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এরইমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বাণিজ্য সম্পর্ককে আরও সহজ ও গতিশীল করতে দুই দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়েও ইতিবাচকভাবে কাজ করছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৬ হাজার ৮৭০ কোটি ডলার, যা একটি রেকর্ড।

তবে এই বাণিজ্যের সিংহভাগই মূলত রাশিয়া থেকে আমদানিকৃত অপরিশোধিত তেল। ভারত এখন চেষ্টা করছে রাশিয়াতে তাদের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এই বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত