
দুগ্ধশিল্পে বিশেষ অবদান রাখা খাঁটি খামারিদের সম্মাননা দিতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় তরল দুধের ব্র্র্যান্ড ‘প্রাণ দুধ’। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে এমসিসিআই সম্মেলন কেন্দ্রে ‘প্রাণ দুধ-খাঁটি খামারি সম্মাননা ২০২৬’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে দেশের দুগ্ধশিল্পের বিকাশে নিবেদিত খাঁটি খামারিদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতি প্রদান করা। পাশাপাশি তাদের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে দুগ্ধশিল্পের টেকসই উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহিত করা। অনুষ্ঠানে ‘প্রাণ দুধ খাঁটি খামারি সম্মাননা ২০২৬’-এর সম্মাননা স্মারক উন্মোচন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১লা ফেব্রুয়ারি থেকে পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুড়া, কুড়িগ্রাম, নাটোরসহ দেশব্যাপী অবস্থিত প্রাণ ডেইরির ১২৪টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র (ভিএমসিসি) থেকে স্পট রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। এখানে প্রাণ ডেইরির ১৬ হাজার তালিকাভুক্ত দুগ্ধ খামারিরা রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি