ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আবার রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, প্রতি ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা

আবার রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, প্রতি ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা

দেশের বাজারে আবারও রেকর্ড ভাঙল স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় বিক্রি হবে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দরে প্রতি ভরি স্বর্ণের দাম আগের চেয়ে ৭ হাজার ৩৪৮ টাকা বেড়েছে, যা শতকরা হিসাবে ২ দশমিক ৮০ শতাংশ বেশি। এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়া এবং চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত