আর ক’দিন পরই বেজে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। ক্রিকেটবিশ্বের সেরা ৮ দলের লড়াই শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। যা ২০১৭ সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির চেয়ে ৫৩ শতাংশ বেশি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন ডলার। যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখের বেশি। প্রাইজমানি হিসেবে রানার্স-আপ দল পাবে ১ দশমিক ১২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকার মত। টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ কোটির টাকার বেশি। এ ছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচের জন্য জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার করে। টুর্নামেন্টে সপ্তম ও অষ্টমস্থানে থেকে শেষ করা দুই দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। এছাড়াও টুর্নামেন্টে অংশ গ্রহণ করা প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার করে। তাই কোন ম্যাচ না জিতেও আট দলের টুর্নামেন্টে অষ্টমও হয় তারপরও ৩ কোটি টাকার বেশি পাবে বাংলাদেশ। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে আইসিসি কোন টুর্নামেন্ট। ১৯৯৬ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম আইসিসি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালের বিজয়ী দু’দল ৯ মার্চ ফাইনাল খেলবে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে। কোথায় দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফি- গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন দেশের সম্প্রচারমাধ্যমগুলোর নাম প্রকাশ করেছে আইসিসি। সেখানেই জানানো হয়েছে, কোথায় এবং কোন মাধ্যমে খেলা দেখা যাবে। বাংলাদেশি দর্শকরা দুটি টিভি চ্যানেল- ক্রীড়াভিত্তিক টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে ১৯ দিনের এই জমজমাট টুর্নামেন্ট দেখতে পারবেন। এছাড়া ডিজিটাল ট্রফি অ্যাপে সাবসক্রিপশন কেনার মাধ্যমে মোবাইল ফোনে সরাসরি খেলা দেখা যাবে। ভারতে দেখা যাবে জিওস্টারে। টেলিভিশনে দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস ও স্পোর্টস-১৮ তে। এবার ৯টি ভাষায় ধারাভাষ্য দেবে ভারতীয় চ্যানেলগুলো। ভাষাগুলো হলো- ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়। এবারই প্রথম নেওয়া হয়েছে এমন উদ্যোগ। পাকিস্তানের যেসব দর্শকরা মাঠে যেতে পারবেন না, তাদের জন্য দুটি টেলিভিশন- পিটিভি ও টেন স্পোর্টসে খেলা দেখানো হবে। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য মাইকো ও তামাশা অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়া বিশ্বব্যাপী ভক্তদের খেলা দেখানোর ব্যবস্থা করেছে আইসিসি। আইসিসি.টিভি (icc.tv) এর মাধ্যমে ৮০টিরও বেশি অঞ্চলে সরাসরি অডিও সম্প্রচার করা হবে। এছাড়া আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট icc-cricket.com এ বল-বাই-বল সরাসরি ধারাভাষ্য শোনা যাবে। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ফাইনাল ম্যাচ ৯ মার্চ। বিজয়ী দলকে দেওয়া হবে আইকনিক হোয়াইট জ্যাকেট।