ঢাকা শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স সমাপ্ত

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স সমাপ্ত

বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স-২০২৫’ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার পল্টনের শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশ কালচারাল কাউন্সিলর লী শাওপেং। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু। আরও বক্তব্য রাখেন উশু ফেডারেশনের সহ-সভাপতি লে. কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান, পিএসসি (অব.) এবং বাংলাদেশ উশু ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এসএম শহীদুল হক ভূইয়া।

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিসহ দেশের বিভিন্ন জেলা থেকে সান্দা ইভেন্টে ৭০ জন এবং তাউলু ইভেন্টে ২৫ জন, মোট ৯৫ জন কোচ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্নদের আইডি কার্ড ও সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষকদের ট্রেনিং প্রদানকারী ছয়জন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষককে ক্রেষ্ট সম্মাননা ও সম্মানী প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত