ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে সৌদি আরবে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রায় দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করতে গতকাল বুধবার জামাল ভূঁইয়ারা দেশ ছাড়লেও বিমানবন্দর থেকে ফিরে এসেছেন রহমত মিয়া। ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে ২৮ জ্বনের যাওয়ার কথা ছিল সৌদি আরবে। তবে ক্যাবরেরাকে যেতে হয়েছে ২৭ জ্বন নিয়ে। ডিফেন্ডার রহমত মিয়া ভিসা জ্বটিলতার কারণে যেতে পারেননি, তিনি বিমানবন্দর থেকে হোটেলে ফিরে এসেছেন। এ বিষয়ে রহমত মিয়া বলেন, আমাদের কয়েকজ্বনের ভিসা আসতে সমস্যা হয়েছিল। বিমানবন্দরে যাওয়ার পর বাকিদের আসলেও আমারটা দেরি হয়। যখন আমার ভিসা আসে, ততক্ষণে বিমান উড্ডয়নের আনুষ্ঠানিকতা শেষ। তাই আর আমার যাওয়া হয়নি। চেষ্টা করা হয়েছিল অন্য কোনো ফ্লাইট ধরার। তবে টিকিট পাওয়া যায়নি। বৃহস্পতিবার ১টা ৫৫ মিনিটের বিমানে আমি সৌদি রওয়ানা দেব। ঢাকা থেকে বিমান প্রথমে চট্টগ্রামে যায়। সেখান থেকে সৌদির জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বিকেল সোয়া চারটার দিকে। জেদ্দা থেকে সড়ক পথে তায়েফ শহরে যাবে বাংলাদেশ দল। গভীর রাতে দল পৌঁছাবে সৌদি আরব। আজ্ব থেকে সেখানে অনুশীলন শুরু করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা। ১৬ মার্চ পর্যন্ত সৌদিতে অনুশীলন করে ঢাকায় ফিরবে দল। মাঝে আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে একটা প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামের ১০ মার্চ সরাসরি সৌদি গিয়ে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ঢাকায় ফেরার পর দলের সাথে যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। তারপর ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলং যাবে বাংলাদেশ। ২৫ মার্চ জ্বহরাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ ও ভারত।