ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চ্যাম্পিয়ন্স ট্রফি

পুরস্কার মঞ্চে ছিল না কোনো পাকিস্তানি, আইসিসির ব্যাখ্যা

পুরস্কার মঞ্চে ছিল না কোনো পাকিস্তানি, আইসিসির ব্যাখ্যা

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। অথচ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ। শোয়েব আখতারের মতো সাবেক তারকাও এই ঘটনায় বিস্মিত। অথচ তখন স্টেডিয়ামে ছিলেন পিসিবির সিইও সুমাইর আহমেদ। বিতর্ক তৈরি হওয়ায় এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রীতি অনুযায়ী মঞ্চে থাকা উচিত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্তার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি, সচিব দেবজিৎ শইকীয়া আর আইসিসির ভারতীয় চেয়ারম্যান জয় শাহ থাকলেও ছিলেন না পিসিবির কেউ।

এ নিয়ে আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত রোববার দুবাইয়ে আসতে পারেননি। তাকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারেন। পিসিবির অন্য কোনও কর্তাও ছিলেন না।’ দুবাইয়ের ফাইনালে উপস্থিত ছিলেন পিসিবির সিইও সুমাইর আহমেদ। তিনি প্রতিযোগিতার ডিরেক্টরও। চ্যাম্পিয়নস ট্রফির সমাপ্তি অনুষ্ঠানে সুমাইরই ছিলেন পাকিস্তানের প্রতিনিধি। তবু তাকে পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। ভারত ও পাকিস্তানের কয়েকটি দৈনিক জানিয়েছে, আইসিসির পক্ষে সমাপ্তি অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা নাকি সুমাইরের উপস্থিতির কথা জানতেন না! তাই ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাবে এ ধরনের ঘটনা ঘটেছে। ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অন্য দায়িত্ব থাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাইয়ে যাননি। পিসিবির পক্ষ থেকে সিইওকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল। তারপরও তাকে মঞ্চে না ডাকার ব্যাখ্যা আইসিসির কাছে জানতে চাইবে পিসিবি।’

পাকিস্তানি সাবেক তারকা শোয়েব আখতার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ। কিন্তু তাদের একজনকেও দেখলাম না! এটা একেবারেই আমার বোধগম্য না। এটা নিয়ে ভাবুন দয়া করে। এটা একটা বিশ্বমঞ্চ, এখানে আপনাদের থাকা উচিত ছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত