ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আদালতের নির্দেশে ফের সোহাগের তদন্ত শুরু

আদালতের নির্দেশে ফের সোহাগের তদন্ত শুরু

কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের দুর্নীতির বিরুদ্ধে আগে একবার তদন্ত কমিঠি গঠন করেও তা বাতিল করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যা সমালোচনার ঝড় তুলেছিল ক্রীড়াঙ্গণে। গত ৪ মার্চ হাইকোর্ট নির্দেশ দেয়ার পর সোহাগের দুর্নীতির বিরুদ্ধে ফের তদন্ত কাজ শুরু করেছে এনএসসি। গত মঙ্গলবার তদন্ত শুরু করার চিঠি (স্মরক নং-৩৪.০৩.০০০০.০০৬.০০.০২৮.১৩-৭৬৯) ইস্যু করেন ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) ও তদন্ত কর্মকর্তা মো. সাইদুর রশিদ।

চিঠিতে লেখা হয়েছে, কাবাডি ফেডারেশনের বিতর্কিত অ্যাডহক কমিটির সাধারন সম্পাদক নেওয়াজ সোহাগের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে মৌখিক-লিখিত বক্তব্য রোববার সকাল ১১টায় যাবতীয় তথ্যাদি উপস্থাপনের জন্য মো. দেলওয়ার হোসেনকে (আদালতে রিটের বাদী ও কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য) তদন্ত কর্মকর্তার রুমে উপস্থিত হওয়ার জন্য বলা হল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত