কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের দুর্নীতির বিরুদ্ধে আগে একবার তদন্ত কমিঠি গঠন করেও তা বাতিল করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যা সমালোচনার ঝড় তুলেছিল ক্রীড়াঙ্গণে। গত ৪ মার্চ হাইকোর্ট নির্দেশ দেয়ার পর সোহাগের দুর্নীতির বিরুদ্ধে ফের তদন্ত কাজ শুরু করেছে এনএসসি। গত মঙ্গলবার তদন্ত শুরু করার চিঠি (স্মরক নং-৩৪.০৩.০০০০.০০৬.০০.০২৮.১৩-৭৬৯) ইস্যু করেন ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) ও তদন্ত কর্মকর্তা মো. সাইদুর রশিদ।
চিঠিতে লেখা হয়েছে, কাবাডি ফেডারেশনের বিতর্কিত অ্যাডহক কমিটির সাধারন সম্পাদক নেওয়াজ সোহাগের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে মৌখিক-লিখিত বক্তব্য রোববার সকাল ১১টায় যাবতীয় তথ্যাদি উপস্থাপনের জন্য মো. দেলওয়ার হোসেনকে (আদালতে রিটের বাদী ও কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য) তদন্ত কর্মকর্তার রুমে উপস্থিত হওয়ার জন্য বলা হল।’