ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

প্রিমিয়ার লিগ ফুটবল

আবাহনী-মোহামেডানের মর্যাদার লড়াই গোলশূন্য

আবাহনী-মোহামেডানের মর্যাদার লড়াই গোলশূন্য

আবাহনী ও মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। নব্বই দশকের সেই ঝাঁজ না থাকলেও এখনও এই দুই দলের দ্বৈরথ দর্শকদের মাঝেও ছড়িয়ে দেয় উত্তাপ। তেমনি ঘটনাবহুল এক ম্যাচে গ্যালারিতে ছড়িয়ে পড়ল উত্তেজনা, দুই দফায় থামল ম্যাচ।

লালকার্ড, গ্যালারিতে উত্তেজনা, দশকদের মেজাজ হারানো আর খেলোয়াড়দের গোলের সুযোগ নষ্ট করার এমন এক ম্যাচ দেখে দর্শকরাও হতাশ। মাঠের খেলায়ও সমানভাবে লড়ল দুই দল। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পেল না কোনো দলই। তাতে সমতায় শেষ হল জমজমাট লড়াই। গতকাল শনিবার কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লিগে মর্যাদার লড়াইয়ে হারেনি আবাহনী লিমিটেড ও মোহামেডানের কেউই।

দেশের ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান। প্রিমিয়ার লিগে দু’দলের হোম ভেন্যুই কুমিল্লা। সেখানে দু’দলের সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। এদিন গ্যালারিতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকও দেখা গেছে। তবে বেশ কিছু ফাকা গ্যালারি আরও একবার যেন মনে করিয়ে দিয়েছে ফুটবলের সেই সোনালি অতীত আর নেই। যে দু’দলের ম্যাচ থাকলেই এক সময় দু’ভাগ হয়ে যেত বাংলাদেশের ফুটবল দর্শকরা। সেই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ফাকা গ্যালারি বড্ডই বেমানান ও হতাশার।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই উপহার দিয়েছে ঢাকা আবাহনী। যে কারণে তাদের থামাতে গিয়ে হলুদ কার্ড এমনকি লাল কার্ডও দেখতে হয়েছে সাদা-কালোদের। প্রথমার্ধের তিন মিনিট সময় বাকি থাকতেই অঘটনের শিকার হয় মোহামেডান। মাহবুব আলম লালকার্ড দেখায় ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়েই লড়াই করতে হয়েছে টেবিলের শীর্ষে থাকা দলটিকে। গোলের কিছু সহজ সুযোগ নষ্ট হওয়ায় হতাশ হতে হয়েছে দুই দলের ফুটবলারদের। দ্বিতীয়ার্ধেও প্রায় একই ধরনের ফুটবল খেলেছে আবাহনী। তবে ১০ জন নিয়েও মোহামেডান আক্রমণের ধার ছিল দেখার মতো। প্রতিপক্ষের এক ফুটবলার কম থাকার সুযোগটা কাজে লাগাতে পারেনি কোচ মারুফুল হকের শিষ্যরা। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। ৪৮ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারদের কাটিয়ে ডান প্রান্ত ধরে ঢুকে পোস্ট লক্ষ্য করে শট নেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। তবে সেখানে তার সতীর্থ কোনো ফুটবলার বল রিসিভ করতে পারেননি। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফারভের শট পোস্টের কাছ থেকে ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডাররা। ৬৭ মিনিটে আবাহনী গ্যালারিতে নেমে আসে হতাশা। বল নিয়ে মোহামেডানের বক্সে ঢুকে পড়েন রাফায়েল। তার শট নিশ্চিত গোলই ছিল। কিন্তু সেটিই ঠেকিয়ে দেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। ফিরতি বলেও গোলের সুযোগ পায় আবাহনী। তবে এবার সুযোগ হাতছাড়া করেন মেরাজ প্রধান। ফাঁকা পোস্ট পেয়েও বল বারের উপর দিয়ে মেরে দেন এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত কোনো দলই গোল না করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে দুই চীরপ্রতিদ্বন্দ্বী। এই ড্রয়ে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল মোহামেডান। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পরেরস্থানে আকাশী হলুদ শিবির।

এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। জয়ী দলের হয়ে গাম্বিয়ান জাকারিয়া ডারবোয়ে ও নাইজেরিয়ান সানডে উদোহ একটি করে গোল করেন। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ষষ্ঠস্থানে এবং তিন পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকল চট্টলার দলটি। অন্যদিকে মুন্সিগঞ্জের শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংসকে রুখে দিয়েছে রহমতগঞ্জ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে তিনে কিংস এবং ১৯ পয়েন্ট নিয়ে পরের স্থানেই রয়েছে রহমতগঞ্জ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত