ঢাকা রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

স্বর্ণপদক জিতলেন বক্সার জিনাত

স্বর্ণপদক জিতলেন বক্সার জিনাত

সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। গতকাল রোববার পর্তুগালে ব্র্যাগা ওপেন বক্সিং আন্তর্জাতিক টুর্নামেন্টে ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন তিনি। ফাইনাল তিনি স্বাগতিক বক্সার গঞ্জালেস মিগুয়েল পাওলাকে হারিয়ে এই পদক জেতেন। এর আগে স্পেনের বক্সারকে হারিয়েছিলেন তিনি। এর আগে জিনাত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে স্বর্ণ এবং পোল্যান্ড ওমেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসেও খেলেছেন এই প্রবাসী বক্সার। জিনাতের সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন, ‘এই স্বর্ণজয়ের ফলে নিজের দক্ষতা দেখিয়েছেন জিনাত। তাই আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমস এবং এশিয়ান গেমসেও তাকে লাল সবুজের দলে রাখা হবে।’ তিনি যোগ করেন, ‘ফেডারেশনের সভাপতি লে. কর্নেল (অব.) এমএ লতিফ খানের পরামর্শে এসএ গেমস ও এশিয়ান গেমসে যুক্তরাষ্ট্রে অনুশীলনের জন্য তাকে আর্থিক সহায়তাও করা হবে।’ পর্তুগালের এই টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে জিনাত ও তার কোচ কলিন স্টিফেন মরগ্যান যান। তবে প্যারিস থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন ম্যানেজার মাহাদী হাসান খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত