ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিক স্ত্রীর সঙ্গে বুমরাহর খুনসুটি

সাংবাদিক স্ত্রীর সঙ্গে বুমরাহর খুনসুটি

গম্ভীর হয়ে প্রশ্নটি করলেন সঞ্জনা গনেশন, ‘আমাকে সাক্ষাৎকার দেবে বলেই বারবার পাঁচ উইকেট নিচ্ছো?’ সঞ্চালকের এমন প্রশ্নে খানিকটা হতভম্ব হয়ে যান জাসপ্রীত বুমরাহ। সময় নিয়ে মজার ছলেই উত্তরটা দেন। লর্ডসে এই সাংবাদিক-ক্রিকেটার দম্পতির খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়েছে।

দুজনের বন্ধনের প্রশংসাও করেছেন ভক্ত-সমর্থকরা। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নেন বুমরাহ। ভারতের তারকা পেসার আছেন উড়ন্ত ফর্মে। চোট শঙ্কা কাটিয়ে দাপুটে ফর্ম ধরে রেখেছেন।

সবশেষ ৭ ম্যাচে ইনিংসে পাঁচবার নিয়েছেন ফাইফার। সেই বিষয়টি তুলে ধরেন সঞ্জনা, ‘জাসপ্রীত, শেষ সাতটি টেস্ট ম্যাচে পঞ্চমবার তুমি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছো। তুমি দারুণ অভ্যাস গড়ে তুলছো।’

এরপর খানিকটা গম্ভীর হয়ে সম্প্রচারকারী সংস্থা সোনি স্পোর্টসের সঞ্চালক প্রশ্ন করেন, ‘(পাঁচ উইকেট নেওয়ার পরে) আমি তোমার যে ইন্টারভিউ নেব- সেটা কি তোমার কাছে বাড়তি অনুপ্রেরণার হয়ে দাঁড়াচ্ছে, এটা কি তোমায় বেশি উজ্জীবিত করে তুলছে?’ বুমরাহও উত্তর দিতে কম যায়নি, ‘আমার তো মনে হয় ওটাই আসল কারণ। ক্যামেরায় তোমার সঙ্গে কথা বলতে পারার বিষয়টাই সবথেকে বেশি অনুপ্রেরণাদায়ক।’

তারপর অবশ্য সিরিয়াস হয়ে বুমরাহ বলেন, ‘ভালো লাগছে যে ঠিকঠাক যাচ্ছে এখন। কোনো কিছুর পেছনে ছুটতে চাই না। এখন খুব ভালো মানসিক অবস্থার মধ্যে আছি। কারণ আমাদের সন্তান খুব ভালো আছে।’ লডর্সে সমানে সমান চলছে ভারত-ইংল্যান্ডের টেস্ট। ৩৮৭ রান জমা করা ইংলিশরা ভারতকে থামিয়ে দিয়েছে ৩৮৭ রানেই। চতুর্থদিনে ২ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে লড়ছে বেন স্টোকসের দল। আপাতত ১-১ ব্যবধানে আছে পাঁচ ম্যাচের সিরিজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত