ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিওএর কাছে হিসাব চায় সরকার

বিওএর কাছে হিসাব চায় সরকার

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য সরকারের কাছ থেকে প্রতিবছরই অর্থ বরাদ্দ পেয়ে থাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সেই অর্থ কিভাবে খরচ হলো তার হিসাব অডিট করে সরকারকে প্রতিবেদন জমা দেওয়া সংস্থাটির জন্য বাধ্যতামূলক। অথচ ২০২০-২১ অর্থবছর থেকে পেয়ে আসা বরাদ্দের কোনো অডিট প্রতিবেদন সরকারকে দেয়নি বিওএ। ওই সময় থেকে ২০২৪-২৫ অর্থ বছর পর্যন্ত সরকার বিওএকে বরাদ্দ দিয়েছে মোট ৪২ কোটি ৪০ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। সরকার ২০২০-২১ অর্থবছরে বিওএকে বরাদ্দ দিয়েছিল ৪ কোটি ৪৫ লাখ টাকা। যার মধ্যে প্রশিক্ষণের জন্য ২ কোটি ২০ লাখ টাকা ও ভ্রমণের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা। ২০২১-২২ অর্থ বছরে বরাদ্দ দিয়েছিল ৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৩৭৫ টাকা, যার পুরোটাই ছিল প্রশিক্ষণের জন্য। ২০২২-২৩ অর্থ বছরে বরাদ্দ দিয়েছিল ১১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার টাকা, যার মধ্যে প্রশিক্ষণের জন্য ৪ কোটি ১৯ লাখ টাকা ও ভ্রমণের জন্য ৭ কোটি ২১ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ দিয়েছিল ১৬ কোটি ৮৫ লাখ টাকা, যার মধ্যে প্রশিক্ষণের জন্য ৫ কোটি ৬০ লাখ টাকা ও ভ্রমণের জন্য ১১ কোটি ২৫ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বরাদ্দ দিয়েছিল ২ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা, যার মধ্যে প্রশিক্ষণের জন্য ১৩ লাখ ১৬ হাজার টাকা ও ভ্রমণের জন্য ১ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকা। পাঁচ অর্থবছরের বরাদ্দ দেওয়া অর্থের অডিট জমা না পেয়ে নড়েচড়ে বসেছে সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত