জাতীয় ব্যাডমিন্টনে ত্রি-মুকুট জিতলেন বাংলাদেশ সেনাবাহিনীর নাছিমা খাতুন। গতকাল শনিবার শহিদ তাউউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে শিরোপা জেতেন তিনি। সবশেষ ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে ত্রি-মুকুট জিতেছিলেন সাবেক চ্যাম্পিয়ন শাপলা আক্তার। ক্যারিয়ারে সাতবার ত্রি-মুকুট জেতার রেকর্ড রয়েছে শাপলার। মেয়েদের এককের ফাইনালে নাছিমা খাতুন ২-১ সেটে একই সংস্থার উর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার এই শিরোপা জিতে নেন। আগের দুই আসরেই চ্যাম্পিয়ন ছিলেন উর্মি। এবার জিতলে হ্যাটট্রিক হত। কিন্তু তার আশার গুড়ে বালি ছিটিয়ে দেন নাছিমা। অন্যদিকে পুরুষ এককে টানা তিন আসরে এই ইভেন্টের শিরোপা ধরে রেখেছেন বাংলাদেশ আনসারের আবদুস সোয়াদ। ফাইনালে তিনি ২-০ সেটে হারিয়ে দেন আল আমিন জুমার। মেয়েদের দ্বৈতে অল সেনাবাহিনীর ফাইনালে নাছিমা খাতুন ও বৃষ্টি আক্তার জুটি ২-১ সেটে উর্মি আক্তার ও রেশমা আক্তার জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। পুরুষ দ্বৈতের অল পুলিশ ফাইনালে নাঈম ও মিজান জুটি ২-০ সেটে অহিদুল ও রাইদ জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়।