ঢাকা সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ রংপুরের

ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ রংপুরের

গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরেছে রংপুর। গতবার প্রথম আসরে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর। এদিন গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান করে গায়ানা।

১১টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করেন ওপেনার চার্লস। ৬ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন গুরবাজ। এছাড়াও শেষ দিকে শেরফানে রাদারফোর্ড ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ড ৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন। রংপুরের খালেদ আহমেদণ্ডতাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ ১টি করে উইকেট নেন। ১৯৭ রান তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে রংপুর। ইব্রাহিম জাদরান ৫, সৌম্য সরকার ১৩ ও কাইল মায়ার্স ৫ রান করেন। মিডল অর্ডারে ৪৪ বলে ৭৩ রানের জুটি গড়ে রংপুরকে লড়াইয়ে ফেরান সাইফ হাসান ও ইফতিখার।

কিন্তু ১২ বল ও ১৫ রানের ব্যবধানে সাইফ ও ইফতিখারের আউটে বড়সড় ধাক্কা খায় রংপুর। পরের দিকে ব্যাটিং লাইন আপে আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ১ বল বাকি থাকতে ১৬৪ রানে অলআউট হয় রংপুর। আট নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে হার এড়াতে পারেনি রংপুর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত