ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড’

‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড’

সাম্প্রতিক সময় ধরে ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার পর জাতীয় দলে নতুন পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বোর্ডের পরিচালকদের সভায় সিদ্ধান্ত হয়েছে, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। আশরাফুল আগামী সপ্তাহে শুরু হওয়া আয়ারল্যান্ড সিরিজে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। সিরিজে টিম ডিরেক্টর থাকবেন আবদুর রাজ্জাক। আবদুর রাজ্জাক বলেন, ‘আশরাফুলের ব্যাটিং অভিজ্ঞতা ও কোচিং যোগ্যতা অত্যন্ত শক্তিশালী। তিনি লেভেল থ্রি কোর্স করেছেন এবং ঘরোয়া ক্রিকেটে কোচিং করছেন। তার অভিজ্ঞতা খেলোয়াড়দের শেয়ার করতে পারবেন, এটাই প্রধান কারণ তাকে নেওয়ার।’ তিনি আরও বলেন, ‘সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনকে সরানো হয়নি। আশরাফুল নতুনভাবে কোচিং স্টাফে যোগ দিয়েছেন। ভবিষ্যৎ পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।’ এই পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন রুবেল হোসেন, লিখেছেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ও ব্যাটিং কোচ।’ আশরাফুলের চ্যালেঞ্জ হবে খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ানো এবং ম্যাচের পরিস্থিতি বুঝতে সাহায্য করা। আবদুর রাজ্জাক বলেন, ‘আপনি যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করবেন, ততক্ষণ বুঝতে পারবেন না কোথায় যাবেন বা কোথায় পৌঁছাবেন। ১৯৯৭ সালের পরে শুরু হয় আমাদের ক্রিকেট। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাই। আশরাফুলের সেই সেঞ্চুরিটা। এখনও আমাদের প্রথম আইকনিক ক্রিকেটার মনে করি আশরাফুলকেই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত