ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে জার্সিতে বিপিএল মাতাবেন কামরান-ডেলপোর্ট

চট্টগ্রামে জার্সিতে বিপিএল মাতাবেন কামরান-ডেলপোর্ট

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলবেন পাকিস্তানের কামরান গুলাম এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্ট। পাকিস্তানের টি-টোয়েন্টিতে অভিষেক না হলেও, দেশের হয়ে ৬ টেস্ট ও ১১টি ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সী কামরান। বল হাতে ৩৫টি উইকেটও নিয়েছেন তিনি। বিপিএল দিয়ে প্রথমবারের মত বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবেন কামরান। এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ডেলপোর্টের। তবে সারাবিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ তিনি। বিপিএল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে থাকেন এই ব্যাটার।

এর আগে বিপিএলে চারটি ভিন্ন দলের হয়ে খেলেছেন ডেলপোর্ট। বিপিএলে ৩১ ম্যাচ খেলে ৪টি হাফ-সেঞ্চুরিতে ১৪২.৬০ স্ট্রাইক রেটে ৬৩৬ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। সব মিলিয়ে ২৭৮ টি-টোয়েন্টি ম্যাচে ৫ শতক ও ৩২ অর্ধশতকে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে ৬,২৯০ রান আছে ডেলপোর্টের। দলের প্রয়োজনে বলও করতে পারেন তিনি। ৭১ উইকেট শিকার করেছেন এই মিডিয়াম পেসার।

চট্টগ্রাম রয়্যালস দল :

স্থানীয় খেলোয়াড় : মাহেদী হাসান, তানভীর ইসলাম, নাইম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান।

বিদেশি খেলোয়াড় : আবরার আহমেদ (পাকিস্তান), নিরোশান ডিকবেলা (শ্রীলংকা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলংকা), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), কামরান গুলাম (পাকিস্তান)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত