ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় সরিষার ফলন নিয়ে আশাবাদী কৃষক

আলমডাঙ্গায় সরিষার ফলন নিয়ে আশাবাদী কৃষক

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার প্রতিটি মাঠে এখন সরিষা ফুলের হলুদ রঙে বর্ণিল সাজে সজ্জিত। মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলে ছুটছে মধু সংগ্রহে। কখনও কখনও শীতল হাওয়ায় দোল খেয়ে উঠছে হলুদ মাঠ। এরকম হলুদণ্ডসবুজের বর্ণিল দৃশ্যই তো গ্রাম-বাংলার চিরচেনা রূপ। এমন মনোমুগ্ধকর হলুদ মাঠে ভোরের শিশির বিন্দু জমে আরও সুন্দর আবহ তৈরি করে। আর এই দৃশ্য একজন কৃষককে মুহূর্তেই আশাবাদী করে তোলে। গত কয়েকবছর ধরেই এই অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন।

ধারাবাহিকভাবে প্রতিবছরই সরিষার বাম্পার ফলন কৃষকদের আশাবাদী করে তুলছে। এখন শুধু ভালো ফলনের আশায় তারা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। চলতি রবি মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৮৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, প্রণোদনার আওতাভুক্ত উপজেলার প্রত্যেক প্রান্তিক সরিষা চাষিকে সরকারি প্রণোদনা হিসেবে এক বিঘা জমির বিপরীতে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি করে ডিএপি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবার হঠাৎ বৃষ্টির কারণে সরিষা চাষ একটু বিঘ্নিত হয়েছে, সঠিক সময়ের পরে সরিষা চাষ করেছে চাষিরা এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষাসহ শীতকালীন সবজি চাষে কৃষকরা যাতে লাভবান হন এবং কোনো প্রকার সমস্যায় না পড়েন সে জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক নজর রাখছেন। যেখানেই সমস্যা দেখা দিচ্ছে, সেখানে গিয়ে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত