
ভেন্যু নিয়ে জটিলতা এবং ফিকশ্চারে রদবদলের পর অবশেষে ফেডারেশন কাপের সেই বহুল কাঙ্ক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে মোহামেডান ও কিংস। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি স্থগিত ছিল ভেন্যু দ্বন্দ্বে। তাই ফেডারেশন কাপের পুরো সূচিতেই পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ কিংস অ্যারেনায় ব্রাদার্স ও পিডাব্লিউডি এবং কুমিল্লায় রহমতগঞ্জ ও আবাহনী লিমিটেডের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু কিংস ও মোহামেডান ম্যাচটি আয়োজনের সুবিধার্থে এবং আনুষঙ্গিক লজিস্টিক কারণে টুর্নামেন্টের পরবর্তী সব ম্যাচ এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হয়েছে।
ফলে আজকের ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর এবং ওই দিনের ম্যাচগুলো তারও পরে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত কিংস ও মোহামেডানের মধ্যকার এই ম্যাচটি ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কুমিল্লায় বিজয় দিবসের অনুষ্ঠানের কারণে সে সময় ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিরাপত্তা শঙ্কা এবং ঢাকায় দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে মোহামেডানের অস্বীকৃতির কারণে জটিলতা বাড়ে। শেষ পর্যন্ত দর্শকহীন মাঠে খেলার চেয়ে ম্যাচটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই বেছে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মাঠের লড়াইয়ের সমীকরণে ‘বি’ গ্রুপে বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে মোহামেডান। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, ফর্টিজ এফসির সঙ্গে ড্র করে এক ম্যাচ শেষে কিংসের ঝুলিতে রয়েছে ১ পয়েন্ট। তবে গত ১২ ডিসেম্বর লিগের ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারানোর সুখস্মৃতি থাকায় বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে কিংস। সবমিলিয়ে ফেডারেশন কাপের এই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।