
হান্সি ফ্লিকের অধীনে ২০২৫ সালটা লা লিগায় কার্যত একচেটিয়া আধিপত্যের বছর হয়ে থাকলো বার্সেলোনার জন্য। ২০২৪-২৫ মৌসুমে শিরোপা জয়ের পর ২০২৫-২৬ মৌসুমেও দুর্দান্ত ছন্দে এগোচ্ছে কাতালানরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করেছে দলটি, রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। গত ১২ মাসে লা লিগায় বার্সেলোনা খেলেছে মোট ৩৭টি ম্যাচ। এর মধ্যে ২০২৪-২৫ মৌসুমে ১৯টি ও ২০২৫-২৬ মৌসুমে ১৮টি। এই সময়ে তাদের জয় ৩১টি, ড্র ৩টি এবং হার মাত্র ৩টি। সম্ভাব্য পয়েন্টের বড় অংশই তুলে নিয়ে মোট ৯৬ পয়েন্ট অর্জন করেছে ফ্লিকের দল, যা কার্যত ৯১ শতাংশ ম্যাচে অপরাজিত থাকার প্রতিফলন।
২০২৫ সালে পারফরম্যান্সের বিচারে লা লিগার অন্য সব দলের চেয়ে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। এ সময়ে তারা গোল করেছে ১০২টি, হজম করেছে মাত্র ৩৭টি, গোল ব্যবধান +৬৫।
তুলনায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬। ২৭টি জয় ও ৫টি ড্র সত্ত্বেও তারা গোল করেছে ৭৩টি, হজম ৩৬টি, যা বার্সেলোনার চেয়ে ২৯টি কম গোল এবং একটি ম্যাচ বেশি খেলেও পিছিয়ে আছে তারা। তালিকার তৃতীয় স্থানে ভিয়ারেয়াল (৭৫ পয়েন্ট) ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ (৭২ পয়েন্ট)। এ সময়কালে খুব কম দলই বার্সেলোনাকে থামাতে পেরেছে। গত মৌসুমে একবার ভিয়ারেয়াল এবং চলতি বছরে একবার করে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া কাতালানদের হারাতে পেরেছে।