ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নারী হকির চূড়ান্ত পর্ব

নারী হকির চূড়ান্ত পর্ব

নারী হকি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জিতেছে ঢাকা ও ময়মনসিংহের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত জোন-২ এবং খুলনা ও বরিশালের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত জোন-৩। গতকাল বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে জোন-২ দুর্দান্ত খেলে ২-১ গোলে জোন-১ কে হারিয়েছে। জয়ী দলের হয়ে প্রিতু সেন ও অপূর্ব আক্তার জান্নাতুল একটি করে গোল করেন। পরাজিত দলের হয়ে রানী আক্তার রিয়ামনি এক গোল শোধ দেন। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জোন-৩ বড় জয় পায়। তারা ৭-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত জোন-৪ কে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম। চার ভেন্যুতে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। চারটি ভেন্যুর চ্যাম্পিয়ন দল ও বিকেএসপিসহ মোট পাঁচটি দল নিয়ে চূড়ান্ত পর্বে খেলা শুরু হয়ছে। আজ একই মাঠে জোন-১ লড়বে জোন- ৫ (বিকেএসপি) এর বিপক্ষে এবং জোন-২ খেলবে জোন-৩ এর বিপক্ষে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত